ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এপেক্স এগ্রিসায়েন্স লিমিটেড পেলো গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৮ নভেম্বর ২০২৩

নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য বিশ্বব্যাপী যত ধরনের মান বা স্ট্যান্ডার্ড অনুসরণ করা দরকার সেগুলো নিশ্চিত করতে কাজ করছে গ্লোবাল গ্যাপ। 

ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তা বিষয়ক পর্যবেক্ষণ শেষে কৃষিজাত পণ্য বা এগ্রিকালচার প্রোডাক্টের জন্য গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট দেয়া হয়। সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে এপেক্স এগ্রিসায়েন্স লিমিটেড ফার্ম এ সার্টিফিকেট পাওয়া উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে। 

সেখানে প্রতিষ্ঠানটি ১০ হাজার মেট্রিক টন সক্ষমতার অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত হিমাগার চালুর ঘোষণা দেয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিট ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি, মোঃ মোস্তাফিজুর রহমান, মেম্বার ডিরেক্টর (সীড এন্ড হরটিকালচার), বিএডিসি, জহুর আহমেদ, পিএইচডি, ব্যবস্থাপনা পরিচালক, এপেক্স হোল্ডিংস লিমিটেড, শাহরিয়ার আহমেদ, পরিচালক, এপেক্স হোল্ডিংস লিমিটেড, মাহির আহমেদ, পরিচালক, এপেক্স হোল্ডিংস লিমিটেড, ইফাজ আহমেদ, পরিচালক, এপেক্স হোল্ডিংস লিমিটেড, মোঃ ফখরুল ইসলাম খান, ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কন্ট্রোল ইউনিয়ন বাংলাদেশসহ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ ৩০০ কৃষক, স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিশিষ্টজন এবং সাংবাদিক প্রমুখ। 

এপেক্স এগ্রিসায়েন্স কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশে আলু রপ্তানির পাশাপাশি ফ্রোজেন ফ্রেন্চ ফ্রাই রপ্তানির উদ্যোগ গ্রহণ করেছে। এক্সপোর্ট ট্রফি, ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি ও বেস্ট ফিশ প্রেসেসিং ফ্যাক্টরিসহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি